Climate Change & Adaptation

USS has the principal to think Globally and act locally. Climate change and its impact is a global issue and USS is also contributing to address this continuously.

Some examples of its interventions are - Enhancing resilience livelihood, Improved resilience of small farmers through increase access to market and adaptive practices, Climate Resilient Agriculture and Accountability, Environmental Sanitation, Hygiene Education and Water Supply (GOB-UNICEF) Project, Coastal Livelihoods Improvement through Maximizing Adaptations towards Environment (CLIMATE).





 

Raising People’s Voice for Climate Justice Project under
Beel Campaign Group
Funded by- OXFAM- GB

  • বিল ক্যাম্পেইন গ্রুপ এর আওতায় বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম জাতীয় বিল কনভেনশন এ জাতীয় অর্থনীতিবিদ ও পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, সাংসদ জুনায়েদ আহমেদ পলক, জলবায়ু বিজ্ঞানী ড. আহসান উদ্দীন আহমেদ, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি সহ বিল ক্যাম্পেইন গ্রুপের পার্টনার সংস্থাপ্রধানগন।
  • বিল ক্যাম্পেইন গ্রুপ এর আওতায় জলবায়ু অভিযোজন বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠানে উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি সহ গদখালী ইউনিয়ন এর চেয়ারম্যান ও গদখালী ফুল চাষী সমিতির সভাপতি আ: রহিম।
  • বিল ক্যাম্পেইন গ্রুপ এর আওতায় অনুষ্ঠিত গ্রামীণ জীবনযাত্রা মেলায় প্রধান অতিথি যশোর এর জেলা প্রশাসক জনা মোস্তাফিজুর রহমান ক্রেস্ট তুলে দিচ্ছেন শ্রেষ্ঠ কৃষক আইয়ুব আলীর হাতে।
  • বিল ক্যাম্পেইন গ্রুপ এর আওতায় অনুষ্ঠিত গ্র্রামীণ জীবনযাত্রা মেলার উদ্বোধনী অনুষ্ঠানের র‌্যালীতে যশোর -৩ আসনের সাবেক এমপি জনাব খালেদুর রহমান টিটোসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিগন।
  • বিল ক্যাম্পেইন গ্রুপ এর আওতায় অনুষ্ঠিত গ্রামীণ জীবনযাত্রা মেলায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন পদ্ধতির একটি প্রদর্শনী পরিদর্শন করছেন যশোর - ---আসনের সাংসদ বাবু রণজিৎ রায়।
  • ২০১২ সালে অনুষ্ঠিত গ্রামীন জীবনযাত্রা মেলায় সামগ্রিক কৃষি সংস্কার বই ----- এর হাতে তুলে দিচ্ছেন সরকারের সাবেক উপদেষ্টা জনাব সিএস করিম ও উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি।
  • ২০১৪ সালের ৪ মার্চ বিল ক্যাম্পেইন গ্রুপ এর আওতায় অনুষ্ঠিত মৎস্যজীবি সম্প্রদায়ের সমাবেশে দেশীয় প্রজাতির মাছের প্রদর্শনী পরিদর্শন করছেন জনাব নারায়ন চন্দ্র চন্দ- তৎকালীন প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, যশোরের তৎকালীন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান।
  • মৎস্যজীবি সমাবেশে প্রধান অতিথি জনাব নারায়ন চন্দ্র চন্দ- তৎকালীন প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সহ অতিথিবৃন্দ।
  • মৎস্যজীবি সমাবেশের পূর্বে মাছ ধরার দেশীয় উপকরণসহ বিভিন্ন বিল এলাকার মৎস্যজীবি সমন্বয়ে অনুষ্ঠিত র‌্যালী।
  • পাএর সহযোগিতায় বাস্তবায়িত সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচীর গণজমায়েতে এ্যাড. রবিউল আলম,উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, এ্যাড. আবুল হোসেন, ইলাহদাদ খান ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু।
  • ২০১১ সালে সামগ্রিক কৃষি সংস্কার বই সাংসদ খালেদুর রহমান এর হাতে তুলে দিচ্ছেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি।
  • বিল ক্যাম্পেইন কর্মসূচীর আওতায় যশোরের ঝিকরগাছা উপজেলার মোহিনীকাটি বিলের পানি সেচের মাধ্যমে উৎপাদিত ধান ক্ষেতে উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি।
i.

ii.

iii.

iv.
v.
vi.
vii.
viii.
ix.
x.
xi.
xii.